বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ঠ সাংবাদিক নূরুল আলম ফরিদ এর সঙ্গে রোববার (৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বরিশাল নগরীর বগুড়া রোডস্থ পেশকার বাড়ির তাঁর নিজ বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসা, বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগ তথ্য হ্যালো গাইডের সম্পাদক ও প্রকাশক জাহিদুল ইসলাম মামুন এবং আলোকচিত্রী জাকির নেগাবানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বীরমুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ স্মৃতিচারন করতে গিয়ে বলেন, বরিশালে প্রথম মুক্তিযোদ্ধা সচিবালয় গঠন হয়েছিল বরিশাল সদর গার্লস স্কুলে। তৎকালীন সময়ে বিপ্লবী বাংলাদেশ পত্রিকাটি মুক্তিেযাদ্ধাদের মুখপত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আগামী প্রজন্মের কাছে শুধু ভালোবাসা চান আর তারা যেনো দেশপ্রেমিক হয়ে দেশের কাজে আসতে পারেন, এরকমই প্রত্যাশা করেন বীরমুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ। পরে নেতৃবৃন্দ বগুড়া রোডস্থ বিপ্লবী বাংলাদেশ এর কার্যালয়ে এসে পত্রিকাটির নির্বাহী ও বার্তা প্রধান আহমেদ জালাল এর সঙ্গে মতবিনিময় করেন। এসময় একাত্তরের মুখপত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকাটি বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসা’র কাছে তুলে দেন।