মাগুরায় নানা আয়োজনের মধ্যদিয়ে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ অক্টোবর বুধবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুলসহ আরো অনেকে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ কোহিনুর জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যগণ ও বিভিন্ন স্তরের সুধী সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যগণ উপজেলা শহীদ মিনার চত্বর ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুর্যোগ প্রশমন ও জনসচেতনতা মূলক বিভিন্ন বিষয়ে আর্কষনীয় ডিসপ্লে প্রদর্শন করেন।