বজ্রপাতের হাত থেকে মানুষকে নিরাপদ রাখতে মাগুরায় শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ৪ হাজার তালের বীজ রোপন কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে ২অক্টোবর শনিবার দুপুরে সারঙ্গদিয়া –কল্যাণপুর সড়কের সারঙ্গদিয়া মাঠের রাস্তার দুধারে তালবীজ রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বিশিষ্ট ক্রীড়াবিদ ও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ তসলিম মোল্লা, মাগুরা জেলা ইয়ুথ এসেম্বলির আহবায়ক আব্দুর রশিদ মোল্লা প্রতিবন্ধীনেত্রী শিউলি খাতুন, প্রতিবন্ধী সংগঠনের অন্যতম সদস্য মোঃ শহীদুল ইসলাম, সমাজসেবক আবদুস সালাম, মোঃ সোহাগ হাসান সহ অন্যরা৷
শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ জানান, বজ্রপাতের হাত থেকে শ্রীপুর উপজেলার কৃষকসহ সমস্ত মানুষের নিরাপদ রাখার লক্ষ্যে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার সারঙ্গদিয়া হতে কল্যাণপুর, খাল গোয়ালপাড়া হতে চর গোয়ালপাড়া৷ জোকা বটগাছ হতে ছোট জোকা, পূর্ব শ্রীকোল প্রাইমারি স্কুল হতে বড় বিলা চৌরাস্তা পর্যন্ত প্রায় এক হাজার তালের বীজ রোপন করা হয়েছে।
এ মৌসুমে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় সর্বমোট ৪ হাজার তালের বীজ রোপন করার পরিকল্পনা আমাদের রয়েছে।