গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে নিখোঁজের ১১ দিন পর গাজীপুর জেলার শ্রীপুর থেকে রিয়া মনি(১৫) নামের মেয়ে শিশুকে উদ্ধার করেছে কোনাবাড়ী মেট্রোপলিটন থানা পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ১১টায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গাজীপুর জেলার শ্রীপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুটি হলো রংপুর মহানগরীর মুলাটোল এলাকার হাবিবের মেয়ে রিয়া মনি (১৫)।
কোনাবাড়ী মেট্রপলিটন থানার অফিসার্স ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে এ প্রতিবেদককে তিনি বলেন, ‘গত ২২ সেপ্টেম্বর দুপুরে কোনাবাড়ী এলাকার আমবাগান এলাকায় শিশুটির নানার ভাড়া বাসায় বেরাতে এসে নিখোঁজ হয়। সেদিন আর বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি পর ২২ সেপ্টেম্বর শিশুটির নানা বেলাল হোসেন বুলেট থানায় এসে নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পরে উপ পুলিশ পরিদর্শক মাইকেল ও সংগীয় ফোর্স সহ শ্রীপুর থেকে উদ্ধার করে ।’
উদ্ধার হওয়া শিশুটিকে কোনাবাড়ী থানায় নিয়ে আসার পর অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।