মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্পতি এই স্লোগান কে সামনে রেখে রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি র্যালি বেড় করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। পরে পুলিশ লাইনস্ ড্রিলশেডে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় পুলিশ সুপার বলেন জঙ্গী ও সন্ত্রাস নির্মুলে আমরা অনেকটাই সফল হয়েছি।আপনাদের সহযোগিতায় আমরা এ শহর কে শান্তির শহর হিসাবে গড়ে তুলতে চাই।
এসময় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে পুলিশকে সহযোগিতা করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,রাজবাড়ী ২ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম,জেলা প্রশাসক দিলসাদ বেগম,জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সিভিস সার্জন ইব্রাহিম টিটোন,জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন।