1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে হুন্ডী ও চোরাকারবারীর হোতা মাইদুল গং ধরা-ছোঁয়ার বাইরে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নেত্রকোনা জেলা সাইবারের ইউজার দলের সিনিয়র যুগ্ন-আহবায়কের মায়ের মৃত্যুতে সাইবার ইউজার দল কেন্দ্রীয় কমিটির শোক প্রকাশ অরাজনৈতিক ডিজিটাল প্লাটফর্ম “সংযোগ নোফেল” এর আলোচনা সভা অনুষ্ঠিত সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চায় জামায়াত – মোহাম্মদ দেলোয়ার হোসাইন গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু উত্তরায় কর্মসংস্থান এর দাবিতে মানববন্ধন সিরাজদিখানে স্বপ্নের ফুরশাইল সামাজিক সংগঠনের উদ্বোধন চৌদ্দগ্রামে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো স্বপ্নপূরণ ফাউন্ডেশন শেরপুরের নকলায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ গোদাগাড়ীতে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দেড়যুগ পর খাগড়াছড়ির গুইমারাতে ওয়াদুদ ভূঁইয়ার সম্প্রীতি সমাবেশে

লালমনিরহাটে হুন্ডী ও চোরাকারবারীর হোতা মাইদুল গং ধরা-ছোঁয়ার বাইরে

৯১ পিস ইয়াবা, ১০কেজি গাজা ও ১০ টি গরুসহ চোরাকারবারী সিন্ডিকেট এর ২ জন গ্রেফতার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৯০ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে পৃথক-পৃথক অভিযান চালিয়ে শনিবার রাতে ভারতীয় ৯১ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাজা এবং ১০ টি ভারতীয় গরু উদ্ধার সহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর ও বিজিবি ‘র’ টহল দল।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার মধ্যম কাদমা এলাকায় আঞ্চলিক সড়কে র‌্যাব ১৩ রংপুর ব্যাটালিয়ন টহল দল ৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দৈখাওয়া ও উত্তর জাওরানি এলাকার জয়নাল আবেদীন মেম্বারের ছেলে ও হোসেন আলীর ছেলে যথা ক্রমে শহিদুল ইসলাম (৩৩) ও মজিদুল ইসলাম (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করেছে-র‌্যাব। পরে র‌্যাবের সদর দপ্তর রংপুর -১৩ বিজিবি ৫২৩৭০ ডিএডি আবুল হাসান বাদী হয়ে হাতীবান্ধা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে থানায় সোপদ্দ করেছে। অপর দিকে দইখাওয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার আনোয়ার হোসেনের নেতৃত্বে টহল দল পৃর্থক-পৃর্থক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের কে আটক করতে না পারলেও ১টি এ্যাপাসি মটর সাইকেল সহ ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি গাজা এবং ১০ টি গরু আটক করতে সক্ষম হয়েছে বলে কোম্পানি কমান্ডার নিশ্চিত করেছেন। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল হক এর সততা নিশ্চিত করেছেন। সিন্ডিকেটের ওই ২ সদস্যকে গ্রেফতারের ঘটনায় এলাকাবাসী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এদিকে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বিজিবি ক্যাম্পের পরিচয়দানকারী গরুর লাইনম্যান ও বহুল আলোচিত হুন্ডী মাইদুল ইসলাম, রবিউল ইসলাম ওরফে রবি ও আমিনুর রহমান এর বিরুদ্ধে গত কয়েক দিন ধরে ১০টি পএিকা এবং অন-লাইনে ধারাবাহিক ভাবে ওই চোরাকারবারী সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করা হলে দইখাওয়া সীমান্তসহ অন্য ক্যাম্প গুলোর বিজিবির টনক নড়ে এক পর্যায়ে টহল জোরদার করেছেন। হাতীবান্ধা উপজেলার দইখাওয়া এলাকার মৃত. আব্দুর রশিদের ছেলে মোঃ হারুন ও একই এলাকার মোঃ আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ মিজানুর রহমান হুন্ডী ও মাদক ব্যবসায়ী মাইদুল ইসলাম গং এর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী, দুদক চেয়ারম্যান, ডি আই জি রংপুর রেঞ্জ ও রাব-১৩ রংপুরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন। ফলে হুন্ডী মাইদুল ইসলাম গং এর টনক নড়ে যায় এবং প্রকাশিত সংবাদ নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে মাদক সিন্ডিকেট হোতা মাইদুল ইসলাম গং নিজেদের অপকর্ম ও অবৈধ হুন্ডী, ইয়াবা, হিরোউন, গাজা ও ফেনসিডিল ব্যবসা এবং খুচরা মাছ ব্যবসায়ীর ছেলে হয়ে নব্যকোটিপতি হওয়াসহ সব অপকর্ম আড়াল করার জন্য এলাকার কিছু সরল- নিরীহ মানুষের বাড়ীতে রাতের অন্ধকারে মাদকদ্রব্য রেখে দিয়ে সেই সকল মানুষ এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট মাদকব্যবসায়ীর কথিত অভিযোগ তুলে গ্রেফতারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে এলাকাবাসীর পক্ষ থেকে এমন অভিযোগ উঠেছে। মাদক পাচারকারী ও সিন্ডিকেট হোতা ওই ৩ জন এতটাই ভয়ংকর যে, এমন কোন অপকর্ম নেই যে, তারা পারে না। মিথ্যা মামলার হয়রানীর ভয়ে এলাকার সাধারণ জনগন প্রতিবাদ করার সাহস পায়না। এমন অভিযোগের বিষয় নিয়ে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এলাকার সাধারণ জনগন কে মিথ্যা ভাবে হয়রানীর চেষ্টা বরদাস্ত করা হবে না। অপরদিকে ওই চোরাকারবারীর হোতাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ বিভিন্ন প্রশাসনের দপ্তরে প্রেরন করা হলে মাদক সিন্ডিকেট হোতারা মিথ্যা মামলাসহ বিভিন্ন হয়রানীর হুমকি অব্যহত রেখেছে ওই অভিযোগকারীগনের উপর। হাতীবান্ধা উপজেলার সিনিয়র সাংবাদিক কাজী মোঃ আলতাব হোসেন জানান, প্রকাশিত সংবাদ গুলো গঠনমূলক এবং জনপ্রিয় এমন সংবাদ গণমাধ্যমে প্রচার হওয়ায় দইখাওয়া সীমান্ত এলাকার মানুষ সংশ্লিষ্ট মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া অবৈধ পথে ভারতে হুন্ডীর মাধ্যমে কোটি কোটি টাকা পাচারকারী নব্যকোটিপতি মাইদুল ইসলাম গং নিজেদের সাধু সাজাতে ২ টি পএিকার প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাপ্তাহিক লালমনিরহাট বার্তায় গত ২৫ আক্টোবর ২০২১ ইং তারিখ শেষের পাতায় প্রকাশ করা হয়। যা অভিযোগকারীদের দৃষ্টিগোচর হলে ২৮ অক্টোবর ২০২১ইং একটি জাতীয় দৈনিক পএিকায় প্রতিবাদের পাল্টা প্রতিবাদ প্রকাশ করেছেন। ওই মাইদুল ইসলাম গং নিজেদের অবৈধ সব কিছু বৈধ করার জন্য ¯’ানীয় সরকারদলীয় নেতাদের দ্বার¯’ হয়ে রক্ষা পাওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে এলাকাবাসী সূএে জানা গেছে। প্রকৃত মাদকদ্রব্য ও হুন্ডী ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে শাস্তির দাবী জানিয়েছেন এলাকার সুধিমহল। সংশ্লিষ্ট অভিযোগকারীদের তথ্য মতে, হুন্ডী মাইদুল ইসলাম ১৬ কোটি ৭২ লক্ষ, রবিউল ইসলাম ওরফে রবি ৩ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার ও আমিনুর রহমান ১ কোটি ৮০ লক্ষ টাকার মালিক বনে গেছে মাত্র ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে। তারা কীভাবে এতো টাকার মালিক বনে গেছে তা খতিয়ে দেখার দাবী এলাকাবাসীর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম