শ্রীনগর থানায় দূর্গা পূজা উপলক্ষে আইন শৃংখলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় শ্রীনগর থানা চত্তরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান। এসময় তিনি বলেন, পূজা উপলক্ষে কোন অপশক্তি যেন দেশের উন্নয়নের গতিকে ব্যহত করতে কোন সুযোগ নিতে না পারে সেদিকে পুলিশ তৎপর রয়েছে। শ্রীনগরের ৭৭টি মন্ডপের পূজা মন্ডপের নিরাপত্তায় উগ্র মোটরসাইকেল বাহিনীকে রোধ করা হবে বলে তিনি ঘোষণা দেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, শ্রীনগর থানার ওসি(তদন্ত) মোঃ কামরুজ্জামান, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায় শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধীর রাজবংশী ও বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি –সাধারণ সম্পাদক বৃন্দ।