মুন্সীগঞ্জ শ্রীনগরে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টার কোলাপাড়া ইউনিয়ন সমষপুর গ্রামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়নে যে নৌকা মার্কা পাবে তার পক্ষে সকল অঙ্গ সংগঠনে নেতাকর্মী কাজ করা জন্য আহবান জানানো হয়। কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওহিদুল রহমান জিঠু। এ ছাড়া আরও উপস্থিত ছিল কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজন, উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী আঃ রহিম, কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী গোপী নাথ দাস,আওয়ামী লীগ নেতা আব্দুল সলাম, ফয়েজুল ইসলাম টারজান, কাওসার ইসলাম শ্যামল,জাহেদুল আলম উজ্জ্বল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাহার হোসেন আতা, সহ-সভাপতি হাসেম হাওলাদার,মাহাবুব শাহ, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক নুরনবী অন্তুসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় নেতাকর্মীরা।