ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত বিন মঈন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন ডাকসুর সাবেক ভিপি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বিশেষ অতিথি ছিলেন গাজী মুক্তি পরিষদের আহ্বায়ক দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন,বিএফইউজে সভাপতি এম আব্দুল্লাহ,, সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন,শামীম হাসনাত, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি কাদের গণি চৌধুরী,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ; ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা বাছির জামাল,গাজি আনোয়ার,আবু বক্কর সিদ্দিক,ডি,এম আমীরুল ইসলাম ওমর।
মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এম এ জব্বার,আ ফ ম ইউসুফ,শামীম হাসনাইন প্রমুখ।
প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না তার বক্তৃতায় অনতিবিলম্বে রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং অনতিবিলম্বে সরকারবিরোধী আন্দোলনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।