চট্টগ্রামের আনোয়ারায় সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) শাখার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২২ই নভেম্বর) সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বটতলী শাহ্ মোহছেন আউলিয়া শাখার উদ্যোগে তাদের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এদিন শাহ মোহছেন আউলিয়া শাখায় এক আনন্দমুখর উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এই উপলক্ষে সকালে কোরআন খতম, দোয়া মোনাজাত ও গ্রাহকদের মাঝে মিষ্টি বিতরণ কর্মসূচি পালন হয়।
এর পর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।এসময় উপস্থিত ছিলেন, শাখা ম্যানেজার মোঃ সিরাজউদ্দোল্লাহ, অপারেশন ম্যানেজার আবু সাদাত মোঃ দায়েম, ইনভেস্টমেন্ট ইনচার্জ শওকত হোসেন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের কর্মকর্তা মোঃ ফোরকান, মোঃ রিদোয়ান, নাসরিন, জান্নাত, ইমতিয়াজ প্রমুখ।