1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়জয়কার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাদারস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলার ট্যালেন্ট সার্চ ২০২৪ এর সমাপনী মাগুরায় অলৌকিক এক পুত্র শিশুর জন্ম! মাগুরায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত সৈয়দপুরে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ফাদারস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলার ট্যালেন্ট সার্চ ২০২৪ এর সমাপনী পর্ব অদ্য শনিবার সেনবাগ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ সম্পন্ন বাঁশখালীতে পাইরাং ছাত্র ফাউন্ডেশনের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের সেমিফাইনাল সম্পন্ন শেরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সম্প্রীতি সমাবেশ, দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয়

গাইবান্ধায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়জয়কার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১৭০ বার

গাইবান্ধা সদর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট শেষ হয়েছে। সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৩টিতে নৌকার চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। আর ১০ টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে লক্ষ্মীপুর ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে ইভিএমে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত রাত দুটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল লতিফ এ ফলাফল ঘোষণা করেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে গণনার পর বেসরকারি ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।

চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ (মোটরসাইকেল), মালিবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোয়েব মো. রাসেল (ঘোড়া), কুপতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম সরকার তারা (চশমা), সাহাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমার সরকার মিঠুল মাস্টার (আনারস), বল্লমঝাড় ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মো. জুলফিকার রহমান (আনারস), রামচন্দ্রপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মোসাব্বীর হোসেন (আনারস), বাদিয়াখালী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মো. সাফায়েতুল হক পাভেল (আনারস), বোয়ালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল ইসলাম সাবু (চশমা), খোলাহাটী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মো. মাসুম হক্কানী (ঘোড়া), ঘাগোয়া ইউনিয়নে আ.লীগ প্রার্থী মো. আমিনুর জামান রিংকু (নৌকা), গিদারী ইউনিয়নে আ.লীগ প্রার্থী মো. হারুনুর রশীদ ইদু (নৌকা), কামারজানি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মো. মতিয়ার রহমান (আনারস) এবং মোল্লারচর ইউনিয়নে আ.লীগ প্রার্থী মো. সাইদুজ্জামান সরকার (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাদের উপস্থিতি বেশ ভালো । তবে প্রায় ভোট কেন্দ্র গুলোতেই নতুন ও নারী ভোটারে উপস্থিতি বেশী লক্ষ্য করা গেছে। ভোট কেন্দ্র থেকে বের হওয়ার সময় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতিকের প্রতি তাদের অনেকটা ক্ষোভ। তারা আরও বলেন, আমরা প্রতীক বুজি না ভালো মানুষকে ভোট দিয়েছি। অনেকেই দাবি করেন, দলীয় স্থানীয় নির্বচিনে যেন দলীয় কোন প্রতীক রাখা না হয়। এই প্রতীকের কারনেই অনেক ভালো মানুষ নির্বাচিত হতে পারে না।

তবে এ নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এর মধ্যে মালিবাড়ী ইউনিয়নের কাবিলেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা হামলা করার চেষ্টা করলে পুলিশ ৯ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে বাদিয়াখালী ইউনিয়নের পুরাতন বাদিয়াখালী মাদ্রাসা কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে চারজনকে আটক করে। পরে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এছাড়া রাত ১০টার দিকে গিদারী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী হারুনুর রশীদ ইদুসহ কয়েকজন সমর্থকের উপর নৌকা বিদ্রোহী প্রার্থীর লোকজন হামলা করছে বলে খবর পাওয়া গেছে।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল লতিফ জানান সাংবাদিকদের জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এবার সদর উপজেলার ১২টি ইউনিয়নে ব্যালট পেপার এবং একটিতে ইভিএমের মাধ্যমে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১২০টি কেন্দ্রে ব্যালট ও ৯টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র‌্যাব সদস্য মোতায়েন ছিল। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গাইবান্ধার ১৩ ইউনিয়নের নির্বাচনে মোট ৭৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য ২৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে এবারে মোট প্রার্থী ছিল ৯০৮ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম