রাজধানীর ডেমরায় থানা পুলিশের বসানো চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ম্যাগাজিনে দুই রাউন্ড তাজা গুলি ও একটি সুইচ গিয়ার চাকুসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামিদের বহনকারী একটি সিএনজি জব্দ করে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে ডেমরার নড়াইবাগ আদর্শ শিক্ষা বাগান স্কুলের সামনে রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ব্রহ্মনগাঁও গ্রামের মো. কবির হোসেনের ছেলে মো. হাসিবুল হোসেন শান্ত (২৫) ও রূপগঞ্জে বসবাসরত পটুয়াখালীর গলাচিপা থানার চিকনিকান্দি গ্রামের তৈয়ব শিকদারের ছেলে মো. মশিউর শিকদার (২৩)। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮সালের অস্ত্রআইন এর ১৯-এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, নড়াইবাগ আদর্শ শিক্ষা বাগান স্কুলের সামনে রাস্তা দিয়ে অনেক মাদক কারবারি ও সন্ত্রাসী যাতায়াত করে বলে আমাদের কাছে খবর রয়েছে। টহলরত পুলিশ ওই চেকপোস্টে যাত্রীসহ সিএনজির গতিরোধ করতে চাইলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে অস্ত্র-গুলি ও চাকু উদ্ধার করে। এদিকে ডেমরার বিভিন্ন গুরুত্বকপূর্ণ পয়েন্টে এভাবেই চেকপোস্টের মাধ্যমে অপরাধিদের আটক করা হবে।