বৃহত্তর যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা’র ২০২২-২৩ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠিত হয়।
নতুন কমিটিতে শরিফুল ইসলাম বিলু (আজকালের খবর) সভাপতি, বিএম রিজাউল করিম (ইটিভি) সাধারণ সম্পাদক এবং তানভীর আহমেদ (ভোরের কাগজ) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি আশরাফুল ইসলাম (ইত্তেফাক, ঝিনাইদহ), সুনীতি কুমার বিশ্বাস (প্রথম কাগজ, মাগুরা), নূর আলম শেখ (সময়ের আলো, নড়াইল), মাহমুদ সোহেল (আজকের পত্রিকা, যশোর), যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (ডেইলি সান, যশোর), সাহানোয়ার সাইদ শাহীন (বণিক বার্তা, ঝিনাইদহ), খালিদ সাইফুল্লাহ (নয়া দিগন্ত, মাগুরা), মনিরুল ইসলাম রোহান (নয়া দিগন্ত, নড়াইল), অর্থ সম্পাদক তবিবুর রহমান (নিউজবাংলা২৪), দপ্তর সম্পাদক আল-আমীন (নিউ নেশন), নারী সম্পাদক ফারহানা নাজনীন (অবজারভার), প্রচার ও প্রকাশনা সম্পাদক এসকে রেজা পারভেজ (রাইজিংবিডি), কল্যাণ সম্পাদক উজ্জল হোসেন (সংবাদ প্রতিদিন), তথ্য-প্রযুক্তি সম্পাদক জুবায়ের ফয়সাল (সময় টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ শাহেদ (ব্রেকিংনিউজ), গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় কুমার অধিকারী রনি (দ্যা বিজনেস) নির্বাচিত হয়েছেন।
এছাড়া রেজাউল হক কৌশিক (ইত্তেফাক), মতিন আব্দুল্লাহ (যুগান্তর), শাকিলুর রহমান (জনকণ্ঠ), আব্দুর রাজ্জাক (দ্যা রিপোর্ট), মেহেদি হাসান খাজা (নিউজজি২৪), সাঈদ শিপন (জাগো নিউজ), হুমায়ুন কবির তালহা (সমাচার), শাহরিয়ার সোহাগ (নতুন সময়২৪) কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।কমিটির উপদেষ্ঠা পরিষদে আছেন কে এম বেলায়েত হোসেন (ভোরের ডাক, যশোর), ফরাজি আজমল হোসেন (ইত্তেফাক, যশোর), কাজী আব্দুল হান্নান, (অবজারভার, ঝিনাইদহ), মোস্তফা ফিরোজ দ্বিপু (বাংলাভিশন, যশোর), মনিরুজ্জামান টিপু (এসআইবিএল, যশোর), মধুসুদন মন্ডল (বাসস, যশোর), শ্যামল সরকার (ইত্তেফাক, যশোর), এম বদিউজ্জামান (কালের কণ্ঠ, মাগুরা), সবুজ ইউনুস (সমকাল-যশোর), হারুন জামিল (নয়াদিগন্ত, যশোর), তৌহিদুল ইসলাম মিন্টু (দ্যা রিপোর্টস, যশোর), আতিয়ার রহমান সবুজ (ইটিভি, যশোর), মুরসালিন নোমানী (বাসস, যশোর), এস এম রাশিদুল ইসলাম (বাসস, যশোর), অমিতোষ পাল (সমকাল, মাগুরা) সমীর দে (ইত্তেফাক, মাগুরা)।