আগাম ১১ নভেম্বর তিতাস উপজেলার ৭নং নারান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী বর্তমান মেম্বার মাসুয়া বেগম মাইক প্রতিক নিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন।
শনিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় দুখিয়ারকান্দি গ্রাম থেকে গণসংযোগটি বের করে নায়াকান্দি, ভাটিবন, সোনাকান্দা ও তারিয়াকান্দি এলাকায় দিনভর এ গণসংযোগ চালায়। এতে বিভিন্ন গ্রামের সহস্রাধিক ভোটার ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এসময় মাইক প্রতিক সমর্থকরা জানান, মাসুয়া বেগম গত পাঁচ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে এসে খোঁজ খবর নিয়েছেন। তাই আমরা পুনরায় মাসুয়া বেগমকে মেম্বার হিসেবে পেতে চাই।