1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশবাড়ীর ৬ ইউনিয়নে ৪৪১ জনের মনোনয়নপত্র দাখিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণ-অভ্যুত্থান ও ভাষা-আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়ক মন্ত্রণালয়ের নাম সংশোধনের জন্য অধ্যাপক বার্ণিকের  আহ্বান নেত্রকোনা জেলা সাইবারের ইউজার দলের সিনিয়র যুগ্ন-আহবায়কের মায়ের মৃত্যুতে সাইবার ইউজার দল কেন্দ্রীয় কমিটির শোক প্রকাশ অরাজনৈতিক ডিজিটাল প্লাটফর্ম “সংযোগ নোফেল” এর আলোচনা সভা অনুষ্ঠিত সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চায় জামায়াত – মোহাম্মদ দেলোয়ার হোসাইন গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু উত্তরায় কর্মসংস্থান এর দাবিতে মানববন্ধন সিরাজদিখানে স্বপ্নের ফুরশাইল সামাজিক সংগঠনের উদ্বোধন চৌদ্দগ্রামে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো স্বপ্নপূরণ ফাউন্ডেশন শেরপুরের নকলায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ গোদাগাড়ীতে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পলাশবাড়ীর ৬ ইউনিয়নে ৪৪১ জনের মনোনয়নপত্র দাখিল

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৪৭ বার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যসহ মোট ৪৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) শেষ দিন বিকেল ৫ টা পর্যন্ত রিটার্নিং অফিসারদের কাছে স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী।
তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১১১ জন ও সাধারণ সদস্য ২৮৬জন প্রার্থী রয়েছেন।চেয়ারম্যান পদে হোসেনপুর ইউনিয়নে আওয়ামী লীগের একেএম আহমেদুল কবির রাঙ্গা, জাতীয় পার্টির মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু, স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান আহম্মেদ, আলী আশরাফ মো. জিয়াউল ইসলাম, কাজী নজরুল ইসলাম সেলিম, মো. আসাদুজ্জামান ও মো. শাহ্ আলম বিশ্বাস। মহদীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. তৌহিদুল ইসলাম মন্ডল, জাতীয় পার্টির মো. আলমগীর মন্ডল, ইসলামী আন্দোলনের মো. আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. নূরুল আমিন সরকার সুজা, ইমরুল কবীর চৌধুরী চপল ও মো. আমিনুল ইসলাম।
বেতকাপা ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল গণি সরকার, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তা, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরী খুশু, মো. জাদু মিয়া, মো. ফজলুল করিম, মো. হাবিবুর রহমান সৈকত ও মো. বাদশা মিয়া। পবনাপুর ইউনিয়নের আওয়ামী লীগের কেএম ছিদ্দিকুল ইসলাম রবি, জাতীয় পার্টির আর্জিনা আক্তার খুকি, স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম সরকার ছোট বাবা, শাহিন খন্দকার, খন্দকার শফিকুল ইসলাম, মো. আব্দুল মালেক আকন্দ, মাহাবুবুর রহমান মন্ডল, মো. নাজিমুদ্দৌলা, মো. সাকলাইন মাহমুদ সজিব, মো. শফিকুল ইসলাম ও এসএম রওশন জামিন।
মনোহরপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল ওহাব প্রধান রিপন, জাতীয় পার্টির মো. আব্দুল মাজেদ মিয়া, জাসদের মো. মিজানুর রহমান চট্টু, স্বতন্ত্র প্রার্থী মাজেদার রহমান দুলু, মাহমুদ হোসেন চৌধুরী পান্না ও মো. নাজমুল হক।
হরিনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আতিকুর রহমান সরকার আতিক, জাতীয় পার্টির মো. রুহুল আমিন কবীর চৌধুরী রুষো, স্বতন্ত্র প্রার্থী মো. মেজবাউল হোসেন, এনআইএম আব্দুল হামিদ চৌধুরী, মো. কবীর হোসাইন জাহাঙ্গীর ও মো. আজহারুল ইসলাম।
উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, তৃতীয়ধাপের ইউপি নির্বাচনের তফশীল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর উপজেলার ৬ ইউনিয়নের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৬’শ ৪৭ জন। এর মধ্যে পুরুষ ৬১ হাজার ১৮জন ও মহিলা ৬৪ হাজার ৬’শ ২৯জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম