ঘোরের মধ্যে দিয়ে রাস্তা যাতায়াত
ক্ষণে ক্ষণে অরণ্য পথে
উদাস মনে জরার ভেতর একগাল হাসি ছেড়ে
শুধুই গিলে রোদ!
পশ্চিমা আকাশ ঢলে পড়লে বেলা যায়
পেছনে ফিরে আসার অন্তহীন হাঁটা
একাকী, কেবল একা
প্রাত্যহিক জীবন – দিন কে দিন – দূরত্ব বাড়ে ;
দলে দলে না হোক, সময়ের ব্যবধানে
অস্ত্র যায়, অন্তিমে – অসীমে!
পালাক্রমে লাবণ্য ছেড়ে যায়
শুনেছি, তবে ফিরে আসে
পাখির পালকে
বা ভিন্ন ভিন্ন আদলে
এভাবেই বদলায় মানুষ, পশু-পাখি ও অন্যান্য জীব।