ফেরি সংকটের কারণে দৌলতদিয়া যানবাহনের দীর্ঘ সাড়ি সৃষ্টি হয়ে আসছে। সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৫ কিলোমিটার এলাকায় রয়েছে যাত্রীবাহি পরিবহন ও পণ্যবাহি ট্রাক। প্রতিটা যানবাহনকে ৮-৯ ঘন্টা অপেক্ষার পর ফেরিতে উঠতে হচ্ছে। আর এতে করে ভোগান্তিতে রয়েছে এই রুট ব্যাবহারকারী চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায় এই রুটে ছোট বড় মিলে ২০ ফেরি রয়েছে। এর মধ্যে ১৬ টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। বাকি ফেরি গুলো যান্ত্রিকট্রুটির কারণে ভাসমান করাখানায় পাঠানো হয়েছে। ফলে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে।