আওয়ামী লীগের শক্ত ঘাঁটি মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয়টি ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। মাত্র তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের শক্তি ঘাঁটিতে নৌকার ভরাডুবিতে বিভিন্ন মহলে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গুঞ্জুন উঠেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালকিনি ও ডাসার উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন: কয়ারিয়া ইউনিয়নে কামরুল হাসান নূর মোহাম্মদ, সাহেবরামপুরে মাহবুবুর রহিম মুরাদ সর্দার, শিকারমঙ্গলে সিরাজুল আলম, লক্ষ্মীপুরে মৌসুমী হক সুলতানা, বাঁশগাড়ীতে মোস্তফিজুর রহমান সুমন, গোপালপুরে ফরহাদ মাতুব্বর, কাজীবাকাইতে নূর মোহাম্মদ হাওলাদার, নবগ্রামে দুলাল তালকুদার ও বালিগ্রামে মজিবুর রহমান খান। আর তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে নির্বাচিত হন আলীনগর ইউনিয়নে সাহীদ পারভেজ, সিডিখানে মো. চাঁন মিয়া শিকদার ও ডাসারে রেজাউল করিম ভাসাই শিকদার। তবে রমজানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে বি.এম মিল্টন ইব্রাহিম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হন।
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হলেও ইউনিয়ন পরিষদে মনোনীত প্রার্থীদের ভরাডুবিতে হতাশ স্থানীয়রা। অনেকেই দাবি করছেন, মনোনয়ন বাণিজ্যের কারণে অযোগ্য লোককে নৌকার মাঝি করা হয়েছিল। যার কারণে এমন ভরাডুবি। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকা জনগণের এই রায়কে মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ হিসেবে দেখছেন।
এ ব্যাপারে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, ‘আওয়ামী লীগের ঘাঁটিতে নৌকার প্রার্থী বিজয়ী না হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখব।