আগামীকাল বৃহস্পতিবার ১১ নভেম্বর ২০২১ইং লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ৭১টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন বলে জানা গেছে। বুধবার ১০ নভেম্বর ২০২১ইং তারিখ লালমনিরহাট জেলা নির্বাচন অফিস জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ১১ নভেম্বর বৃহস্পতিবার ওই উপজেলায় ৭১টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ৭৮ হাজার ২২০ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। বিভিন্ন সূত্র জানায়, আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে কমলাবাড়ী, পলাশী ও সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রতিটি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর টহল জোরদারের দাবী জানিয়েছেন এলাকাবাসী। ওই উপজেলায় ৪৫ জন প্রার্থী ইউপি. চেয়ারম্যান পদে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নির্বাচন অফিস নিশ্চিত করেছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউপি. সদস্য পদে শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।