1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনারস সমর্থকদের অগ্নি সংযোগ ভাংচুর ও ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

আনারস সমর্থকদের অগ্নি সংযোগ ভাংচুর ও ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

লালমনিরহাটে ১৭টি ইউনিয়নে আওয়ামীলীগ ৭ বিদ্রোহী ৪ এবং স্বতন্ত্র প্রার্থী ৫জন জয়ী

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৪৭ বার

আনারস সমর্থকদের অগ্নি সংযোগ ভাংচুর ও ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ। যানবাহন চলাচল বন্ধ ছিল। বিড়ম্বনায় পড়েছিল ঢাকাসহ বিভিন্ন জেলায় গমন ইচ্ছুক যাত্রীরা। লালমনিরহাটে ১৭টি ইউনিয়নে আওয়ামীলীগ ৭ বিদ্রোহী ৪ এবং স্বতন্ত্র প্রার্থী ৫জন জয়ী। জানা গেছে, তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে লালমনিরহাটের ২ উপজেলার ১৭টি ইউনিয়নে আওয়ামী লীগ ৭, বিদ্রোহী ৪ স্বতন্ত্র ৫টিতে চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার ২৮ নভেম্বর ২০২১ইং তারিখ রাতে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মঞ্জুরুল হাসান বেসরকারী ভাবে এ ঘোষণা দেন। এদিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের নির্বাচনী ফলাফল অজ্ঞাত কারনে বিলম্ব হওয়ায় মোস্তফী বাসস্টান্ড এলাকার রংপুর-লালমনিরহাট ও কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশীদ সরকার টোটনের সমর্থকরা। এসময় তারা দোকান ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। একটানা প্রায় ৩ঘন্টা অবরোধ থাকায় মহাসড়কের ২ ধারে বাস-ট্রাকসহ কয়েকশত যানবাহন আটকা পড়ে। পরে ফলাফল ঘোষণা হওয়ার পর বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়। লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে মহেন্দ্রনগর ইউনিয়নে আব্দুল মজিদ মন্ডল (আনারস) প্রতীক, কুলাঘাট ইউনিয়নে ইদ্রিস আলী (ঘোড়া), বড়বাড়ী ইউনিয়নে হবিবর রহমান হবি (ঘোড়া), খুনিয়াগাছ ইউনিয়নে খায়রুজ্জামান বাদল (ঘোড়া), রাজপুর ইউনিয়নে মোফাজ্জাল হোসেন মোফা (নৌকা), হারাটি ইউনিয়নে সিরাজুল হক খন্দকার রানা (নৌকা), পঞ্চগ্রাম ইউনিয়নে গোলাম ফারুক বসুনিয়া (নৌকা), মোগলহাট ইউনিয়নে হাবিবুর রহমান হাবিব (নৌকা), গোকুন্ডা ইউনিয়নে আব্দুর রশিদ সরকার টোটন (আনারস) প্রতীক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে জেলার কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে মদাতী ইউনিয়নে জাহাঙ্গীর আলম বিপ্লব (মোটর সাইকেল), তুষভান্ডার ইউনিয়নে নুর ইসলাম আহমেদে (নৌকা), কাকিনা ইউনিয়নে তাহির তাহু (নৌকা), দলগ্রাম ইউনিয়নে ইকবাল হোসেন (আনারস), ভোটমারী ইউনিয়নে ফরহাদ হোসেন (মোটর সাইকেল), গোড়ল ইউনিয়নে নুরুল আমিন (মটর সাইকেল), চলবলা ইউনিয়নে মিজানুর রহমান মিজু (নৌকা) বেসরকারী ফলাফলে নির্বাচিত হয়েছেন। এদিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে মাহবুবর রহমান মাহবুব (নৌকা) পেয়েছেন ৮ হাজার ৯৪০ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (মোটর সাইকেল) পেয়েছেন ৮ হাজার ৯৪০ ভোট। ফলে ওই ইউনিয়নের ফলাফল ‘ভোট ড্র’ ঘোষনা করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা ও সমাজ সেবা অফিসার আব্দুর রাজ্জাক জানান, ২ চেয়ারম্যান প্রার্থী সমান ভোট পাওয়ায় ইউনিয়নে ‘ভোট ড্র’ ঘোষনা করা হয়েছে। উল্লেখ্য, প্রিজাইডিং অফিসাররা জানান, ২ উপজেলায় ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রয়োগ করেছেন। শতকরা ৮৫% ভোটার সংখ্যা ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন। এদিকে ২ উপজেলার বিভিন্ন এলাকায় ২/১টি অপ্রতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়। লালমনিরহাট সদর উপজেলায় ২ লক্ষ ১৮ হাজার ৪ শ ৪২ জন মহিলা ও পুরুষ এবং কালীগঞ্জ উপজেলা ১ লক্ষ ৯৬ হাজার ৮শ ৩ জন মহিলা ও পুরুষ ভোটার সংখ্যা ছিলেন। সদরে ভোট কেন্দ্র ৯২টি ও কালীগঞ্জে ৮৩টি ভোট কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম