ফারজানা কবির ঈশিতা এ প্রজন্মের একজন প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল কবি। ইতোমধ্যে তার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কবিতা তার ভালোলাগা ও ভালোবাসার বিষয়। এই ভালোবাসা থেকে তিনি লিখে যাচ্ছেন নিয়মিত।
তার লেখা ‘দুঃখ এখানে বাজেয়াপ্ত’ কাব্যগ্রন্থ
প্রকাশিত ২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলায়। বইটি প্রকাশ করেন পুঁথিনিলয় প্রকাশনী। পরের বছর প্রতিভা প্রকাশ থেকে প্রেমের কবিতার বই ‘বেওয়ারিশ প্রেম’ প্রকাশিত হয়। ২০২১ সালের এক রঙা এক ঘুড়ি প্রকাশনী থেকে প্রকাশ হয় আরেকটি কবিতার বই ‘সবুজের মরীচিকা’।
একজন সফল ব্যবসায়ী ও কবি হিসেবে ফারজানা কবির ঈশিতা যেমন স্বাক্ষর রেখে চলছেন ঠিক তেমনি একজন সামজসেবী হিসেবেও কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধী ও শিশুদের নিয়ে গড়ে তুলেছেন ‘আলোর যাত্রী’ নামের একটি সংগঠন।
ফারজানা কবির ঈশিতা বলেন, ‘লেখালেখি করতে ভালোবাসি। আমৃত্যু লেখালেখি চালিয়ে যেতে চাই। ছোটবেলায় থেকে কবিতা পড়তে ভালো লাগত। তখন থেকেই ইচ্ছে ছিল কবিতা লিখব, সেই ইচ্ছা থেকে কবিতা লেখা। আমার তিনটি কবিতার বই প্রকাশ হয়েছে। আমি প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি।’
খুব শিগগিরই প্রতিভাবান এই কবির নতুন কবিতার প্রকাশ হবে।