কর্মব্যস্ত দিনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে ঘুম থেকে উঠে মেইল দেখে শুরু হয়েছিল তার দিন। মস্তিষ্কে তার সারাদিন পরিপাটি থাকার চিন্তা থাকলেও হঠাৎ দিনের শুরুতে সম্মুখীন হতে হয়, স্কুলের এক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায়।ব্যাচ এখান থেকেই তার সাফল্যের যাত্রা শুরু। বলছি নীলফামারীর কলেজ পড়ুয়া শিক্ষার্থী শ্রেয়া ঘোষের কথা।
নীলফামারী সদরের বাবা রাসু ঘোষ ও মা শিলা ঘোষের প্রথম সন্তান শ্রেয়া ঘোষ। নীলফামারী জেলায় বেড়ে ওঠা শ্রেয়ার শিক্ষাজীবন শুরু হয়েছিল নীলফামারী থেকেই। এখন পড়ছে শহীদ বীর উত্তম লে.আনোয়ার গার্লস কলেজের একাদশ শ্রেণিতে।ইতোমধ্যে তাকে নিয়ে সাফল্যের একাধিক প্রতিবেদন প্রচারিত হওয়ায় অনেকেরই দৃষ্টি কেড়েছেন।
শ্রেয়া বিভিন্ন এনজিওর মাধ্যমে অনেক জেলায় পাবলিক স্পিকিং সম্পর্কে কর্মশালা নেন। ইউনিসেফ বাংলাদেশের একজন ইউ রিপোর্টার এবং হ্যালো বিডিনিউজে শিশু সাংবাদিক হিসেবে কাজ করেছেন।অনলাইনের মাধ্যমেই আমেরিকা, ফিলিপাইন এবং ভারতেও যোগ্য নেতৃত্ব, সহজে ইংরেজি বলা, যোগাযোগ দক্ষতা, রোবটিক্স এবং বিভিন্ন বিষয়ে বিনামূল্যে কর্মশালা দিচ্ছেন। সুবিধাবঞ্চিতদের পড়াশোনার জন্য সে শ্রেয়া’স লার্নিং ক্লাসরুমের মাধ্যমে বিনামূল্যে ভিডিও আকারে শেখাচ্ছেন।
নির্ধারিত উপস্থিত বক্তৃতা, বিতর্ক, গল্প বলা,লেখালেখিতে উপজেলা থেকে বিভাগ পর্যন্ত শতাধিক পুরস্কার তার ঝুলিতে। জাতীয় বিতর্ক উৎসবে হয়েছে চ্যাম্পিয়ন। শিশু সাংবাদিকতায় পেয়েছে পুরষ্কার। ২০১৭ সালে ওস্তাদ মোমতাজ আলী খান সম্মাননা ও ২০১৯ সালে এসডিএস এর থেকে পেয়েছে সম্মাননা। জাতীয় পর্যায়ে বারোয়ারি বিতর্ক এবং ইংলিশ পাবলিক স্পিকিংয়ে রয়েছে তার অনেক পুরষ্কার।
তার সাথে কথা হলে জানান,তরুণদের স্বচ্ছ পথে এগিয়ে আসতে হবে। এই রুদ্ধশ্বাস সময়ে তরুণরা আলোর সন্ধানীতে যুক্ত হওয়ার মাধ্যমে মহৎ কর্মের সঙ্গী হতে পারে। যা তাদের জীবন যুদ্ধে আরেক ধাপ এগিয়ে দেবে। সে এই মহামারী পরিস্থিতিতে লকডাউনের সময়ে তরুণদের যোগ্য নেতৃত্ব এবং জনগণের সঙ্গে মিশে যাওয়ার নানা রকম কৌশল দিয়েছেন।