সারাদেশের নেয় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮ নভেম্বরে সরেজমিনে গিয়ে সারাদিনব্যাপি ভোটারদের উৎসব মুখর পরিবেশে তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা যায়। কালুখালী উপজেলা পরিষদের সদস্য ও বহিষ্কৃত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালুখালীর মদাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৭৫ ভোট, এছাড়াও মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা পরিষদের সদস্য ও বহিষ্কৃত কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু ৬ হাজার ৯৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে অন্য আরেক প্রার্থী আবুল মৃধা স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ৪১৫ ভোট পেয়েছেন।
নৌকার প্রার্থী এবিএম রোকনুজ্জামান বলেন, স্থানীয় অনেক নেতাকর্মীই নৌকার পক্ষে কাজ করে নাই। নৌকার পক্ষে কাজ করলে জয় আমারই হতো। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের বিভক্তিকে কেন্দ্র করেই আমার পরাজয় হয়েছে। আমি যতগুলো ভোট পেয়েছি সবই আমার আত্মীয়স্বজন আর বন্ধু-বান্ধবের ভোট।
মদাপুর ইউনিয়ন এর সদ্য নির্বাচিত চেয়ারম্যান এর ছোট ভাই মনজুর ইসলাম বলেন, মিজানুর রহমান মজনু’কে মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য মদাপুর ইউনিয়নের সকলের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। মদাপুর বাসীর কান্নাহাসির একমাত্র নিবেদিত প্রান মজনু যে কত জনপ্রিয় তার জবাব ও প্রমান দিল মদাপুর ইউনিয়নবাসী। প্রকৃত আওয়ামী লীগের ত্যাগী নেতাকেই বিজয়ী তারা বিজয়ী করেছে।