সখিপুর থানার চরভাগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ দেলোয়ার হোসেন বেপারী সাবেক চেয়ারম্যান এবারও চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করার আশা প্রকাশ করেছেন। আগামী ২৫ নভেম্বর ভেদরগঞ্জ উপজেলায় রিটার্ণিং অফিসারের নিকট মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ।
এরি মধ্যে তিনি এলাকায় সাধারণ মানুষের মাঝে ম্যাসেজ পৌঁছে দিয়েছেন। চরভাগা ইউনিয়ন ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলে জানাতে পরি সাদামাটা দেলোয়ার হোসেন বেপারী সকলের ভালোবাসা অভিভূত। সাধারণ মানুষ তারাও পরিবর্তন এর পক্ষে মতপ্রকাশ করেছে। এবার নির্বাচনে যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হবে না সে ক্ষেত্রে ভোট নিরপেক্ষ হলে দেলোয়ার হোসেন বেপারী বিপুল ভোটে জয়ী হবে বলে সাধারণ মানুষের মনে করে।
আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে দেলোয়ার হোসেন বেপারী বলেন, যদি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয় তাহলে আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ।