1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চোরাকারবারীর কারনে প্রতি বছর কৃষকের ক্ষতি ৩ কোটি ৬৫ লক্ষ টাকা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন

চোরাকারবারীর কারনে প্রতি বছর কৃষকের ক্ষতি ৩ কোটি ৬৫ লক্ষ টাকা

বিজিবি’র নবাগত কমান্ডারকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী

লাভলু শেখ স্টাফ রিপোর্টার হাতীবান্ধা থেকে ফিরে।
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৭৪ বার

৩য় পর্ব
লালমনিরহাটের হাতীবান্ধার দইখাওয়া বিজিবি ক্যাম্পের নবাগত কমান্ডার ফরিদকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। চোরাকারবারী মাইদুল ইসলাম গং এর কারনে প্রতিবছর কৃষকের ধানক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষতি প্রায় ৩ কোটি ৬৫ লক্ষ টাকা। দেখার যেন কেউ নেই। হাতীবান্ধা উপজেলার দইখাওয়া এলাকাবাসীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই উপজেলার দইখাওয়া সীমান্ত যেন, কোটি কোটি টাকা হুন্ডীর মাধ্যমে ভারতে পাচার এবং গরুর লাইনম্যানীর অন্তরালে ফেন্সিডিল, গাঁজা, মদ, ইয়াবা ও হিরোইন কোটি কোটি টাকার ওই সব মাদকদ্রব্য পাচার করে আনেন হাতীবান্ধা উপজেলার ৯নং আদর্শ গোতামারী ইউনিয়নের বকতার হোসেনের ছেলে হুন্ডী মাইদুল ইসলাম, আজগার আলীর ছেলে রবিউল ইসলাম ওরফে রবি ও ইয়াজ উদ্দিনের ছেলে আমিনুর রহমান। জানাগেছে, কয়েক দিন ধরে হুন্ডী মাইদুল ইসলাম গং এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। এসময় দুর্নীতিবাজ দইখাওয়া ক্যাম্পের কমান্ডার সাইদুল ইসলাম গত বুধবার সকালে বদলী হয়ে চলে যান। এরপর ওই ক্যাম্পে নবগত কমান্ডার ফরিদ যোগদানের পর মহূর্তের মধ্যে বুধবার রাত থেকে অদ্যবধি পর্যন্ত চোরাচালান বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্থি ফিরে এসেছে। কমান্ডার ফরিদ যোগদানের পর দইখাওয়া সীমান্তের চিত্র বদলে গেছে। তবে অভিযোগ উঠেছে, ওই ক্যাম্পে আর একজন দুর্নীতিবাজ হাবিলদার আনোয়ার বহালতবিয়তে থাকায় এলাকাবাসীর মাঝে অসন্তষ্টের সৃষ্টি হয়েছে। তাদের দাবী অবিলম্বে হাবিলদার আনোয়ারকে বদলী করতে হবে। কেননা, তৎকালীন কমান্ডার সাইদুল ইসলাম সহ আতাত করে হুন্ডী মাইদুল ইসলাম গং কোটি কোটি টাকা হুন্ডীর মাধ্যমে ভারতে এবং ফেন্সিডিল, মদ, গাঁজা, ইয়াবা ও হিরোইন পাচার করে আনতেন। বিনিময়ে প্রতি রাতে লক্ষ টাকা কমিশন পেতেন ওই দুর্নীতিবাজ কমান্ডার সাইদুল ইসলাম ও হাবিলদার আনোয়ার। দইখাওয়া এলাকার রফিকুল ইসলাম, শাহিন, আনছারুল, আব্দুল মান্নান ও শহিদার রহমান সহ শতাধিক কৃষক জানান, গরু, ফেন্সিডিল, গাঁজা, মদ, ইয়াবা ও হিরোইন পাচার করার সময় বহনকারী ভারীদের পায়ে এবং গরুর পায়ে পদদলিত হয়ে ধান ক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষতি হত প্রতি রাতে প্রায় ১ শতক জমি হিসেবে প্রতিরাতে একাধিক কৃষকের ১শ শতক জমির ফসল নষ্ট হত। আর প্রতিরাতে এতে প্রায় ক্ষতির পরিমাণ ১ লক্ষ টাকা।সব মিলে দেখা গেছে, প্রতিবছর ওই চোরাকারবারীদের কারণে প্রায় ৩ কোটি ৬৫ লক্ষ টাকার ফসলের ক্ষতি সাধিত হত। হুন্ডী মাইদুল ইসলাম গং এমনটাই ভয়ংকর! যে, এলাকাবাসী তার ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না। ক্ষতির পরিমাণ সীমা ছাড়িয়ে গেলে। উপায় না পেয়ে প্রথমে স্থানীয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেন। এতে কোন প্রকার সুফল না পাওয়ায় পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী, দুদুক চেয়ারম্যান, ডি,আই,জি রংপুর ও অধিনায়ক র‌্যাব-১৩ রংপুর সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বরাবরে লিখিত অভিযোগ প্রেরণ করে তদন্ত পূর্বক এর প্রতিকার চায় ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী। দুদুক চেয়ারম্যান এর কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, হুন্ডী মাইদুল ইসলাম গং এর বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। যা ইতোমধ্যেই অনুসন্ধান চালানো হচ্ছে। প্রমান পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য, হুন্ডী মাইদুল ইসলাম অবৈধভাবে ১৬ কোটি ৭২ লক্ষ, রবিউল ইসলাম ওরফে রবি ৩ কোটি ৪৫ লক্ষ ৬০ হাজার ও আমিনুর রহমান ১ কোটি ৮০ লক্ষ টাকা অবৈধ পথে ২০১৯-২০২১ইং সালের মধ্যে আয় করে দইখাওয়ার প্রত্যন্তঅঞ্চলে বিলাশ বহুল বাড়ী নির্মাণ করে আলিসান জীবনযাপন করছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম