গাজীপুরের টঙ্গীতে বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এসময় সাতটি বসত ঘর পুরে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় পোনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
বুধবার (৩ নভেম্বর) রাত ১০ টার দিকে গাজীপুরা শিকদার মার্কেট মোল্লা পাড়া এলাকার জালাল মোল্লার বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ইকবাল হাসান জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পোনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান ও আগুন লাগার কারন জানা যায়নি।