টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজুর রহমান রায়হান, দপ্তর সম্পাদক কাজী জাহিদ হাসান জয়, প্রচার সম্পাদক রাকিব হাসান, ইমরান হোসেন, তানজিদুল ইসলাম তামিম, রবিউল ইসলাম, শ্রাবন বেপারী অপু, নাজির হোসেন নিলয়, রিয়াজুল ইসলাম রবিন প্রমূখ।
এসময় সভাপতি বলেন, ১৫আগষ্ট ৩ নভেম্বর ও পরবর্তী সময়ের সব রাজনৈতিক হত্যাকান্ড এক সুতায় গাঁথা। স্বাধীনতার পরাজিত শক্তি ও তার দুসররা এই সব হত্যাকান্ড ঘটিয়েছে। অবিলম্বে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।