ঢাকা রেঞ্জে ১ম স্থান অধিকার করে শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরে আলম সিদ্দিকী। আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, সমুন্নত রাখা এবং ন্যায় নিষ্ঠা দায়িত্বশীলতার সাথে কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদান রাখায় (অক্টোবর-২১) তিনি ঢাকা রেঞ্জের এএসআইদের মধ্যে ১ম স্থান অধিকার করে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন। ২২ নভেম্বর সোমবার ঢাকা রেঞ্জ কার্যালয়ের সন্মেলন কক্ষে ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)এর সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে গত অক্টোবর মাসের নির্বাচিত শ্রেষ্ঠ ১০ জনকে সম্মাননা স্মারক প্রদান ও পুরষ্কৃত করা হয়। এএসআই নূরে আলম সিদ্দিকী ডিআইজি হাবিবুর রহমানের হাত থেকে সন্মননা স্মারক ও পুরষ্কার গ্রহণ করেন। নূরে আলম সিদ্দিকী জানান, কাজের স্বীকৃতি ও পুরষ্কার আমার কাজকে আরও গতিশীল ও বেগবান করবে। সামনের দিনগুলোতে আরও ভালো কাজ করা ও সাফল্য অর্জনে আমাকে উৎসাহ, অনুপ্রেরণা যোগাবে। আমি মাননীয় ডিআইজি, এসপি ও ওসি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরষ্কার তুলে দেয়ার পর সভায় সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করে সকল ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও তৎপর হয়ে কাজ করার নির্দেশ দেন। সভায় ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।