তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনার নয় বছর পূর্তি আজ। ২০১২ সালের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জন পোশাকশ্রমিক পুড়ে মারা যান।
আগুনের লেলিহান শিখার মাঝে শত শত শ্রমিকের বাঁচার আকুতি আর কান্না, নাড়া দিয়েছিলো আজকের এই দিনে সারা বিশ্বকে।
এ ঘটনায় শতাধিক শ্রমিক আহত হন। অনেকেই এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
বিচারের দাবীতে এখনও বিক্ষোভ প্রতিবাদ করছেন ক্ষতিগ্রস্ত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠন গুলো ।
তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের আজ ৯ বছর হলো। ২০১২ সালের ২৪ নভেম্বর ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়ার নিশ্চিন্তপুরে এ কারখানাটি। কারখানাটির ১১২ জন শ্রমিক আগুনে পুড়ে মারা যান। আহত হন কয়েকশ মানুষ। সেই দুঃসহ স্মৃতি হৃদয় থেকে ভুলতে পারেনি অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের পরিবার।
তাজরীনের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন আহত শ্রমিক ও শ্রমিক নেতারা। এছাড়া পুড়ে যাওয়া ভবনটি সংস্কার করে শ্রমিকদের পুনর্বাসন ব্যবস্থা করার দাবি জানানো হয়।