৫ম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ধর্মপাশায় ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হবে।
ধর্মপাশা উপজেলার১) বংশীকুন্ডা উত্তর ২) বংশীকুন্ডা দক্ষিণ ৩) চামরদানী ৪) মধ্যনগর ৫) পাইকুরাটি ৬) সেলবরষ ৭) ধর্মপাশা সদর ৮) জয়শ্রী ৯) সুখাইড় রাজাপুর উত্তর ১০) সুখাইড় রাজাপুর দক্ষিণ এই ১০টি ইউনিয়ন নিয়ে ধর্মপাশা উপজেলা গঠিত। সবগুলো ইউনিয়নে নির্বাচন হবে ৫ জানুয়ারি ২০২২ ইং।
উল্লেখ্য ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী বছরের ৫ জানুয়ারি ৭০৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি বুধবার।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ১৫৯ জন এর মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৮৮৯ জন এবং মহিলা ভোটার ৭৮ হাজার ২৭০ জন।