শেরপুরের নকলা উপজেলার কায়দা দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল বুধবার মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সভাপতি খািললুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নকলা পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মাহবুবুল আলম সোহাগ । অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন নকলা শাহরিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম,দিশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, মাদরাসার সুপার মাওলানা মো: অলিউল্লাহ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর কাদির,কাউন্সিলার রফিকুল ইসলাম ঝাডু প্রমুখ । এসময় নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ সহ মাদরাসার ছাত্র/ছাত্রী অভিভাবক ও শিক্ষকগন উপস্থিত ছিলেন ।