নরসিংদীর সদরের আলোকবালী চরাঞ্চল এলাকায আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছে।এঘটনায় আরো ৯ থেকে ১০ জন্য গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে উপজেলার আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেকজানপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানান, আলোকবালী ইউনিয়নের আসন্ন ১১ নভেম্বর ৫ নং ওয়ার্ডের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বি মেম্বার পদপ্রার্থী রিপন মোল্লা ও আবু খায়ের গ্রুপের মধ্যে এ সংর্ঘষ হয়। এসময় দুই পক্ষের লোকজন দেশীয় আস্ত্র, লাঠি,বাঁশ নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এসময় কমপক্ষে ১০ জন আহত হয়। তাদের মধ্যে কয়েক জনকে গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপালে নিয়ে আসার পথেই চারজন নিহত হন।
নরসিংদী মডেল থানার ওসি-তদন্ত হারুনুর রশিদ জানান, এঘটনায গুলিবিদ্ধ হয়ে মোট চারজন নিহত হয়েছেন।বাকি আহতদের নরসিংদী সদর হাসপাতার সহ ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের লাশ সদরের হাসপাতালের মর্গে রয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।