নরসিংদীর করিমপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে নৌকার প্রার্থীর সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সদরের করিমপুর বয়েজ স্কুল মাঠে মমিনুর রহমান আপেলের সমর্থনে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, করিমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ ।
এসময় উঠান বেঠকে বক্তারা বলেন, বিগত দিনে করিমপুর ইউনিয়নে মমিনুর রহমান অনেক উন্নয়ণ করেছেন। এখানকার স্থানীয় রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ণসহ মানুষের জন্য নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা করেন। তাই এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে পূণরায় চেয়ারম্যান নির্বাচিত করে এই ধারা বজায় রাখার আহ্বান জানানো হয়।