রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে সাড়ে ৭ কেজি ওজনের বোয়াল মাছ এবং ৮ কেজি ওজনের আইড় মাছ।
সোমবার (১ নভেম্বর) জেলে ফারুক সরদার সাড়ে ৭ কেজি ওজনের বোয়াল এবং জেলে কালীদেব হালদারের জালে ধরা পড়ে ৮ কেজি ওজনের আইড় মাছ।
সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন ওই ২ জেলে। সেখান থেকে নিলামের মাধ্যমে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ২০০০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার টাকায় আইড় মাছটি এবং ১৮০০ টাকা ধরে ১৩ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
মো. চান্দু মোল্লা জানান, বোয়ালটি ১৮০০ এবং আইড়টি ২০০০ টাকা কেজি দরে কিনেছেন। মাছ দুটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। বোয়ালটি ১৯০০ টাকা কেজি দরে এবং আইড়টি ২১০০ টাকা কেজি দরে বিক্রি করেন তিনি।
ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, “পদ্মা নদীর মাছের সুস্বাদু হওয়ার দেশব্যাপী এর চাহিদা অনেক বেশি।