প্রতিমন্ত্রী ডা. এনামকে কটুক্তিকারী সেই রাজু আহমেদ আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতিক প্রত্যাশী।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপিকে কটুক্তিকারী কথিত যুবলীগ নেতা নামধারী রাজু আহমেদ এর বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২০৭৩, তারিখঃ ২৫ আগষ্ট, ২০২০) হয়েছিলো। গত ২০২০ সালের ২৫ আগষ্ট রোজ মঙ্গলবার দৈনিক নবচেতনা পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল বার্তা বাজার এর ষ্টাফ রিপোর্টার মোঃ আল মামুন খান সাধারণ ডায়েরিটি করেছিলেন। আশুলিয়া থানার সাধারণ ডায়েরি থেকে জানা যায়, ঢাকা জেলা সাভারের আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের মীরের চানগাঁও এলাকার মোঃ শহিদুল ইসলাম এর পুত্র মোঃ রাজু আহম্মেদ (৩৬) আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন মাদবর ও মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি মহোদয়ের মিথ্যা বদনাম করে সম্মানহানী করায় রাজু আহম্মেদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়। আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবউদ্দিন মাদবর বাদী হয়ে আশুলিয়া থানায় কথিত যুবলীগ নেতা রাজু আহমেদের বিরুদ্ধে গত (২০ জুন) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলাটি করেন। তার বিরুদ্ধে মামলা করায় সেও সাহাবুদ্দিন চেয়ারম্যান এর বিরুদ্ধে মামলা করে এবং সাংবাদিক আল মামুন খান কেও ওই মামলায় আসামী করে এবং সাংবাদিকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিথ্যা বদনাম রটিয়েছিলো। একপর্যায়ে গত ২৪ আগষ্ট, ২০২০ ইং তারিখ আনুমানিক বেলা ২ঃ৪৫ ঘটিকায় বিবাদী রাজু আহম্মেদ তার ফেসবুক আইডি Raju Ahmed হতে সাংবাদিক আল মামুন খান এর নামে মিথ্যা ও বানোয়াট লেখা পোষ্ট করে। সেই পোষ্ট দেখে সাংবাদিক আল মামুন খান এর প্রতিবাদ করায় উক্ত বিবাদী আল মামুন খান কে মেরে ফেলবে এই মর্মে লোক মারফত প্রাণনাশের হুমকি প্রদান করেছিলো। এব্যাপারে সাংবাদিক আল মামুন খান জানান, উক্ত বিবাদী রাজু আহমেদ সাংবাদিক আল মামুন খান এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর দ্বারা তার সম্মানহানি করেছেন এবং পাশাপাশি তার জানমালের বড় ধরণের ক্ষতি সাধন করতে পারে বিধায় বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারণ ডাইরীভুক্ত করার প্রয়োজন থেকেই তিনি এই জিডি করেছিলেন। পাশাপাশি, বিষয়টি অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যও অনুরোধও করেছিলেন তিনি। এই চাটুকার রাজু আহমেদ রাজু গ্রুপের চেয়ারম্যান বলেও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। সরেজমিনে গিয়ে দেখাযায় রাজু আহমেদের ইটভাটা এবং জমি কেনা বেচার ব্যাবসা ছারা তার কোনো ব্যাবসা নেই বলে এলাকাবাসী জানিয়েছেন। এলাকাবাসী ও বিশ্বস্ত সুত্রে জানা যায় রাজু আহমেদের নামে কোনো গ্রুপ অব কোম্পানি না থাকলেও তিনি তা প্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।
এদিকে ৩০ নভেম্বর আশুলিয়ার বাইপাইলে অবস্থিত এলাহী কমিউনিটি সেন্টারে বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের আশুলিয়া থানা আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ত্রান ও দুর্যোগ ব্যাবস্হাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা দৌলা, সাভার উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজিব, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান,আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ ফারুক হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামসহ আশুলিয়া থানার ৫টি ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা,সেখানে সকলের উপস্থিতিতে প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানকে কটুক্তি কারী রাজু আহমেদও নৌকা প্রতিক প্রত্যাশীর প্রস্তাব রাখা হয়। এই রাজু আহমেদ আওয়ামী লীগের নৌকা প্রতিক পাবেন বলে শতভাগ আশাবাদী দাবি করে বিভিন্ন উঠান বৈঠকে নেতাকর্মীদের জানান দিচ্ছে। এদিকে রাজু আহমেদের এসব কর্মকাণ্ড দেখে অনেকেই প্রশ্ন ছুরছেন তিনি এত কিছুর পরেও কিভাবে আওয়ামী লীগের বর্ধিত সভায় উপস্থিত থেকে প্রস্তাবনা রাখেন।