রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় দপ্তরে সন্ধ্যা ছয় টায়
অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ হংস ভোজ এ্যাসোসিয়েশনের ১৬১ তম ভোজ সভা।
সংগঠনের সভাপতি সরদার আব্দুল কাদের আমন্ত্রিত অতিথি সহ সদস্যদের যথাসময়ে উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি এবং গতিশীল নেতৃত্বে তৈরির লক্ষ্যে বিগত কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ ও এবিএম খালিদ হাসানকে কেন্দ্রীয় সংগঠনের সহ-সভাপতি মনোনয়ন প্রদান করেন। এছাড়া বি.এম নাজমুল হক, ইলিয়াস হোসেন ও সাইয়্যেদ ওয়াফিকে উষ্ণ আতিথেয়তায় নতুন সদস্য হিসাবে বরণ করা হয়।
সন্ধ্যাকালীন ভোজসভায় আরও যোগ দিয়েছেন সিনিয়র সহ – সভাপতি সোলায়মান কবির মাসুম, আহসান হাবীব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও সংগঠনেরও প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন,আ ফ ম ইউসুফ ,শামীম হাসনাইন আবু হানিফ,এম.এ.জাব্বার, , এনামুল হক শামীম প্রমুখ।
সভায় সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর জমকালো অনুষ্ঠানটি এশিয়ার বৃহওম সমুদ্র সৈকত কক্সবাজারে উদযাপনের জন্য আ.ফ.ম ইউসুফকে সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেয়া হয়। আর কোন এজেন্ডা না থাকায় আপ্যায়নের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।