বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রি দেশ নেত্রি বেগম খালেদা জিয়ার বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা ও তার মুক্তির দাবিতে বিএনপির দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণ অনশন কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা বিএনপি।
শনিবার (২০ নভেম্ব) সকাল ১০ টায় নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই গণঅনশন কর্মসূচি শুরু হয়। পরে পানি পানের মধ্য দিয়ে বিকাল ৪টায় তা শেষ হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে গণঅনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি লাকি আহমেদ, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দিপু, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন, রায়পুরা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, শিবপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার, জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, নরসিংদী শহর বিএনপি’র সহ-সভাপতি কবির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, সম্পাদক শাহরিয়া শামস কেনেডি,জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাছির উদ্দিন সরকার, প্রচার দলের সাধারণ সম্পাদক সপ্না আহমেদ, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সজল, ছাত্র নেতা সিদ্দিকুর রহমান নাহিদ প্রমূখ।