বিশ দলীয় জোট নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার সার্থে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে তাঁর সুচিকিৎসা নিশ্চিত করার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক ও মহাসচিব আব্দুল আউয়াল মামুন।
বিবৃতিতে উল্লেখ করা হয় বাংলাদেশ কল্যাণ পার্টির মূলনীতি হলো, পরিবর্তনের রাজনীতি।
তাই আমরা মানবিকতা বিবর্জিত রাজনীতি কামনা করিনা। আমরা সরকারকে আহবান জানাচ্ছি দলীয় রাজনীতির উর্ধে উঠে , মানবিকতার উদাহরন সৃস্টি করতে। সরকারের ইতিবাচক পদক্ষেপ দক্ষিন এশিয়ার রাজনীতির জন্য উদাহরন হয়ে থাকবে।