1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতাল সিলগালা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁও — ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা । মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার! মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন! ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম । ঠাকুরগাঁওয়ে থানা হেফাজতে তিন গাভীর করুণ মৃত্যু — বিচারের আশায় পরিবার ! ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতাল সিলগালা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৪৮ বার

সাভারের আশুলিয়ার পলাশবাড়ীতে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। নানান অনিয়মের সত্যতা পাওয়ায় আর্থিক জরিমানাসহ সিলগালা করা হয় হাসপাতালটিকে। সিলগালা করার সময়ের অনিয়মের সংবাদ তুলে ধরায় বিভিন্ন গণমাধ্যমকে ধন্যবাদ জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২ টার দিকে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, আশুলিয়া এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, অভিযানে এসে হাসপাতালে কোন চিকিৎসক নেই, তাদের ওষুধের দোকানে কোন লোক নেই, ১৬ শয্যার হাসপাতালে ৩ জন নার্স থাকার কথা থাকলেও তা নেই। জরুরী বিভাগ ও অপারেশন থিয়েটারে যন্ত্রপাতি পরিস্কার-পরিচ্ছন্নতা নেই।
এমনকি আমরা হাসপাতালেও কোন কর্তৃপক্ষের কাউকে পাইনি। তাদেরকে ফোন করে আনতে হয়েছে। তাদের হাসপাতালের কোন লাইসেন্সও নেই।

এছাড়াও তাদের কোন ডাক্তারের তালিকা বা নিয়োগ চুক্তি নেই। এসব বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি। তাদের কাগজপত্র ঠিক করার জন্য সময় দিয়েছি। নিয়ম অনুযায়ী তাদের সময় বেঁধে দিয়েছেন। অভিযুক্ত হাসপাতালটি সিলগালা ও ৫ হাজার টাকা আর্থিক জরিমানাও করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হাসপাতালের অনিয়মের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। তিনি অভিযান পরিচালনা করেন। আমরা অভিযানে এসে হাসপাতাল পরিচালনার জন্য বিধি মোতাবেক তারা কাগজপত্র পাইনি বা দেখাতে পারেনি। তাদের জরিমানাসহ হাসপাতালটি সিলগালা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় তাদের পরবর্তীতে হাসপাতাল চালানোর কিছু নির্দেশনা দেয়া হয়েছে। তারা সেগুলো বাস্তবায়ন করতে পারলে আবারও পরিদর্শনে আসবো। সে অনুযায়ী নির্বাহী অফিসার ও স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হবে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের পহেলা সেপ্টেম্বর নানা অনিয়মে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার মমতাজ উদ্দিন জেনারেল হাসপাতালটি সিলগালা করেছিল ভ্রাম্যমাণ আদালত এবারসহ দু’বার সিলগালা করা হলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম