৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ২৫ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মাগুরার শ্রীপুরের ৮টি ইউনিয়নে ৩৩ জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৯ জন ও সাধারণ সদস্য পদে ২৮০ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা রিটার্নিং অফিসারগণের অফিসসুত্রে জানা গেছে, বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোয়নপ্রাপ্ত প্রার্থী আব্দুল হালিম মোল্যা, স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী মন্ডল , অন্যান্য ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন। ২নং আমলসার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোয়নপ্রাপ্ত প্রার্থী সেবানন্দ বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন সাচ্চু, অন্যান্য ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন।
৩নং শ্রীকোল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোয়নপ্রাপ্ত প্রার্থী কাজী তারিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি,শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, মোঃ জিহাদ হোসেন।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৮ জন।
৪নং শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোয়নপ্রাপ্ত প্রার্থী মোঃ মসিয়ার রহমান, স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও ইউপি সদস্য পদে প্রার্থী ৩৭ জন।
৫নং দ্বারিয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোয়নপ্রাপ্ত প্রার্থী আব্দুস সবুর, স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির হোসেন কানন ও কাজী মহিদুল আলমসহ ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ০৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন।
৬নং কাদিরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোয়নপ্রাপ্ত প্রার্থী মোঃ লিয়াকত আলী বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী আইয়ুব হোসেন খান, অন্যান্য ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন।
৭নং সব্দালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোয়নপ্রাপ্ত প্রার্থী পান্না খাতুন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম সুহাশ, আনিচুর রহমান কনকসহ ৩ জন, অন্যান্য ১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন সাধারণ সদস্য পদে প্রার্থী ২৯ জন।
এবং ৮নং নাকোল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোয়নপ্রাপ্ত প্রার্থী হুমাউনুর রশিদ মুহিত, স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান মিয়াসহ ২ জন, অন্যান্য ১ সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।