মাগুরার শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সিনবাদ বিশ্বাস (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সে উক্ত গ্রামের লুৎফর বিশ্বাসের পুত্র।
২৩ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ফ্যানের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
সিনবাদ বিশ্বাসের চাচাত ভাই সাইফুল ইসলাম জানান, সকালে সিনবাদ বাড়িতে ধানের আর্বজনা পরিস্কার করার জন্য ফ্যানের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনার সাথে সাথে বাড়ির স্বজনরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস ডাঃনাজমুস সাকিব তাকে মৃত বলে ঘোষণা করেন।
সিনবাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।