মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে গত ১৫ অক্টোবর দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে চাঞ্চল্যকর ৪ খুনের ঘটনার প্রধান আসামী নজরুল ইসলাম ওরফে নজরুল মেম্বরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩১ অক্টোবর রোববার ঢাকার গাবতলী এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাগুরা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ।
মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম ১ নভেম্বর সোমবার বিকেলে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান।
নজরুল মেম্বর ছাড়া গ্রেপ্তারকৃত এজহার নামীয় অন্য আসামী হচ্ছে- জামিল শেখ, ওরফে জালাল, তুহিন হোসাইন, রিয়াজ হোসাইন ও ইয়ামিন হোসেন।
গ্রেপ্তারকৃত ৫ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ আসামীকে ১০ দিনের জন্য হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করেছে। এছাড়া পূর্বে আরো ৬ জন সহ পুলিশ এ মামলার মোট ১১ আসামীকে গ্রেপ্তার করেছে বলে জানান পুলিশ সুপার জহিরুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর বিকেলে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের ৩ ওয়ার্ডের মেম্বর নজরুল ইসলামের সমর্থকদে সাথে একই ওয়ার্ডের অপর মেম্বর প্রার্থী সৈয়দ হাসানের সমর্থকদের সংঘর্ষে একই পরিবারের সবুর মোল্লা, কবির মোল্লা, রহমান মোল্লা ও ইমরান হোসেন নামে অপর এক যুবকসহ ৪ জন খুন হয়।
চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের তিন দিন পর আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে তার তিন ভাই হত্যার দায়ে নজরুল মেম্বরকে প্রধান আসামী করে ৬৮ জনের নামে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করে। অন্যদিকে ইমরান হোসেন হত্যার ঘটনায় তার মা ফরিদা বেগম ৫২ জনকে আসামী করে আরো একটি হত্যা মামলা দায়ের করেন।