1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ীতে ১৪ ইউনিয়নের ভোট গ্রহন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ডা. তাহেরের মতবিনিময় তিতাসে ফিল্ম স্টাইলে লুটে নিচ্ছে ব্রিকফিল্ডের ইট হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম বিভাগীয় তিন ট্রাস্টির পদ বাতিল এর দাবিতে স্মারকলিপি প্রদান জাতীয় প্রেস ক্লাবে অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় উপজেলা বিএনপি’র আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত প্রতারক চক্রের খপ্পরে পরে ৭৬ জন সাধারণ মানুষ ভিকটিম থেকে মূল আসামি গণ-অভ্যুত্থান ও ভাষা-আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়ক মন্ত্রণালয়ের নাম সংশোধনের জন্য অধ্যাপক বার্ণিকের  আহ্বান নেত্রকোনা জেলা সাইবারের ইউজার দলের সিনিয়র যুগ্ন-আহবায়কের মায়ের মৃত্যুতে সাইবার ইউজার দল কেন্দ্রীয় কমিটির শোক প্রকাশ অরাজনৈতিক ডিজিটাল প্লাটফর্ম “সংযোগ নোফেল” এর আলোচনা সভা অনুষ্ঠিত সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ গঠন করতে চায় জামায়াত – মোহাম্মদ দেলোয়ার হোসাইন

রাজবাড়ীতে ১৪ ইউনিয়নের ভোট গ্রহন

বিশেষ প্রতিনিধি। রাজবাড়ী।
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৬৫ বার

তৃতীয় ধাপে রাজবাড়ীর দুই উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলা দুটি হলো বালিয়াকান্দি উপজেলা ও কালুখালী উপজেলা। আজ রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল থেকেই ভেটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

দুই উপজেলার ১৪ টি ইউনিয়নে চলছে ভোটগ্রহন।
এর মধ্যে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন, মৃগী ইউনিয়ন, কলিকাপুর ইউনিয়ন, বোয়ালিয়া ইউনিয়ন, মদাপুর ইউনিয়ন, মাঝবাড়ি ইউনিয়ন, রতনদিয়া ইউনিয়ন এ ভোট গ্রহন সম্পন হয়েছে।

অন্যদিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন, বহরপুর ইউনিয়ন, জামালপুর ইউনিয়ন, জংগল ইউনিয়ন, ইসলামপুর ইউনিয়ন, নারুয়া ইউনিয়ন ও বালিয়াকান্দি ইউনিয়ন।

এর মধ্যে কালুখালী উপজেলার কলিকাপুর ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এককভাবে আতিউর রহমান চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।

সরেজমিনে দেখা যায় সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কিন্তু কালুখালীর মাঝবাড়ি ইউনিয়ন পরিষদে নৌকার সমর্থকদের ভোট দিতে যেতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একাধিক ভোটার জানান তারা ভোট দিতে যেতে গেলে রাস্তা থেকেই ফেরত পাঠিয়ে দেয় কিছু লোকজন। তারা তাদের সরাসরি ভাবে বলেন নৌকায় ভোট দেওয়া যাবে না। নৌকায় ভোট দিতে গেলে এখান থেলে যেতে দিবোনা।

মাঝবাড়ি ইউনিয়ন এর বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, ,আমার সাধারন ২-৩ শ ভোটারদের রাস্তায় আটকে রাখা হয়েছিলো। স্বতত্ন প্রার্থী ইউসুফ মেম্বার ( আনারস প্রতীক) এর লোকজন নৌকার ভোটারদের ভোটকেন্দ্রে ভোট দিতে যেতে দিচ্ছে না।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ইউসুফ মেম্বার উলটো অভিযোগ করে জানান, নৌকার লোকজন তার সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে দিচ্ছেন না। তারা যে অভিযোগ করছেন সেটা মিথ্যা।

বালিয়াকান্দি উপজেলায় মোট ৬৬টি ভোটকেন্দ্রে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেখানে মোট ১ লাখ ৬৯ হাজার ৫ শত ৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮৬ হাজার ৪১৬ জন এবং নারী ভোটার রয়েছে ৮৩ হাজার ১৬৮ জন। অন্যদিকে কালুখালী ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ৬৪টি। এখানে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯ শত ৯৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৬৪ হাজার ৯ শত ৭০ জন এবং নারী ভোটার রয়েছে ৬২ হাজার ২৮ জন।

এই দুইটি উপজেলার ১৪ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৫৩ জন। সাধারণ কাউন্সিলর প্রার্থী ৪৭৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১৪৬ জন। যেখানে বালিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ২৮ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৭১ জন এবং কালুখালি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ২৫ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৫২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ৭৫ জন।

এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জান জানান,অবাধ সুষ্ঠ নির্বাচন করতে প্রশাসন কঠোর অবস্থানে আছে। এখনো কোন আপত্তিকর ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠ সুন্দর পরিবেশে ভোট গ্রহন চলছে। তাছাড়া বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যরা সব সময় নিরাপত্তায় নিয়োজিত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম