ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে ( ২২ নভেম্বর) সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের পুকুরপাড়ের রাস্তা সহ লাইটিং ও আলোকসজ্জার শুভ উদ্বোধন ঘোষনা করেন,ঠাকুরগাঁও ২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলি, উপজেলা ভূমি অফিসার ইন্দ্রজিৎ সাহা, উপজেলা আ”লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব,প্রেসক্লাবের সাংবাদিক বিন্দু সহ এছাড়াও উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জাকারিয়া হাবীব ডন প্রমুখ।
উল্লেখ্য যে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি উপ কর্মকর্তা সাদেকুল ইসলাম।