নরসিংদী জেলায় তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ করদাতার সম্মানায় নির্বাচিত হয়েছেন
মেসার্স চিশতিয়া সাইজিং মিলসের স্বত্বাধিকারী ও বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) পরিচালক রাশেদুল হাসান রিন্টু ও তার সহধর্মিনী রাজিয়া সুলতানা সুমি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ঘোষিত ব্যক্তি, কোম্পানি ও জেলাভিত্তিক শ্রেষ্ঠ করদাতা ক্যাটাগরিতে ২০২০ -২০২১ করঅর্থ বছরে এ সম্মাননা পান বিশিষ্ট শিল্পপতি ও তরুন শিল্প উদ্যোক্তা জনাব রাশেদুল হাসান রিন্টু ও তার সহধর্মিনী রাজিয়া সুলতানা সুমি,
মঙ্গলবার সকালে ঢাকা অফিসার্স ক্লাবে আয়োজিত ট্যাক্স কার্ড ও সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব অভ্যান্তরীণ সম্পদ বিভাগ জনাব আবু হেনা রহমাতুল মুমিন,ও জনাব জসিম উদ্দিন সভাপতি এফবিসিসিআই এর কাছ থেকে সম্মাননা স্বারক ট্য্যাক্স কার্ড ক্রেস্ট, ও সার্টিফিকেট গ্রহন করেন নরসিংদী জেলার কৃতি সন্তান বিশিষ্ঠ শিল্পপতি জনাব রাশেদুল হাসান রিন্টু ও তার সহধর্মিনী রাজিয়া সুলতানা সুমি।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বলেন বহিঃ বিশ্বের সাথে দেশকে এগিয়ে নিতে শিল্প উদ্যোক্তাদের বিকল্প নেই, তাই সরকার প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে জনাব রাশেদুল হাসান রিন্টু বলেন, তৃতীয় বারের মতো জেলার সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়ে গর্বিত অনুভব করছি। কারণ দেশের একজন নাগরিক হিসেবে আমার দায়িত্বটুকু পালন করেছি। আর পুরস্কার পরবর্তীতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রত্যেক নাগরিকের উচিত সঠিক সময়ে সঠিকভাবে কর দেওয়া।