1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে নির্বাচনী সহিংসতায় আহত ৬১ জন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অলৌকিক এক পুত্র শিশুর জন্ম! মাগুরায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত সৈয়দপুরে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ফাদারস এইড বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলার ট্যালেন্ট সার্চ ২০২৪ এর সমাপনী পর্ব অদ্য শনিবার সেনবাগ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত বাঁশখালী মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ সম্পন্ন বাঁশখালীতে পাইরাং ছাত্র ফাউন্ডেশনের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের সেমিফাইনাল সম্পন্ন শেরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সম্প্রীতি সমাবেশ, দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় ঠাকুরগাঁওয়ে সুগার মিলস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন ২৯ ডিসেম্বর

লালমনিরহাটে নির্বাচনী সহিংসতায় আহত ৬১ জন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৪৪ বার

লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে চলছে নানান আলোচনা-সমালোচনা। অপরদিকে প্রার্থীরাও দিনরাত ছুটে চলছে ভোটারদের দ্বারে দ্বারে। সব মিলে ভোটার ও প্রার্থীদের মাঝে বইছে উৎসবমুখর পরিবেশ। সেই উৎসবমুখর পরিবেশ ধরে রাখার জন্য আগামী ২৮ নভেম্বর, ২০২১ ইং তারিখে সদর উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে যাতে কোনো প্রকার সহিংসতার মত ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বিভিন্ন এলাকার সাধারণ ভোটাররা। সাধারণ ভোটারদের দাবী প্রশাসন নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করলে প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত ভোটার উপস্থিত হবে। গত ১১ নভেম্বর, ২০২১ ইং তারিখের আদিতমারী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বেড়ে আহত হয়েছে এ পর্যন্ত ৬১ জন। তাই ধারণা করা হচ্ছে, লালমনিরহাট সদর উপজেলার নির্বাচনে সহিংসতা আরও বাড়তে পারে বলে আশক্সক্ষা সাধারণ জনগণের। লালমনিরহাটের আদিতমারী উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আহতদের ভর্তি করা হয়েছে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগীর চাপের কারণে চালু করা হয়েছে নতুন ওয়ার্ড। এ তথ্য নিশ্চিত করেছেন, আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ। জানা গেছে, গত বৃহস্পতিবার ১১ নভেম্বর ২০২১ইং আদিতমারী উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচন পরবর্তী প্রার্থীর সমর্থকদের মধ্যে জয়-পরাজয় ও ভোট দেওয়া, না দেওয়া নিয়েও বেশ কিছু স্থানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু লোক আহত হয়েছেন। আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী সদর হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ৫০ শয্যা বিশিষ্ট আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেও রাখা হচ্ছে নির্বাচনী সহিংসতায় আহত রোগীদের। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসকরাও বেশ ব্যস্ত ও চরম হিমশিমে পড়েছেন। অনেক রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, গত নির্বাচনী সহিংসতায় আহত হয়ে এ হাসপাতালে ৬১ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ জানান, নির্বাচনী সহিংসতায় আহত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধপত্রসহ চিকিৎসার ব্যবস্থা রয়েছেন। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা দমানোর জন্য থানা পুলিশের নিয়মিত টহলের সঙ্গে যুক্ত রয়েছে ৫টি মোবাইল টিম। তবুও দমানো যাচ্ছে না নির্বাচন পরবর্তী সহিংসতা। হামলার শিকার লোকজন বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, সহিংসতা রোধে মাঠে কাজ করছে অতিরিক্ত ৫টি মোবাইল টিম। এছাড়াও থানা পুলিশের নিয়মিত টহলও অব্যাহত রয়েছে। নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত ৪ টি অভিযোগ দায়ের হয়েছে। তবে সব ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ওই ওসি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম