শ্রীপুরে কারখানার লুন্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের দাবিতে ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গোল্ডেন থ্রেড লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা।
সোমবার (২৯নভেম্বর) সাড়ে তিনটার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভের এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, গত ২৩ নভেম্বর গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় কারখানার গুদামে ডাকাতির ঘটনা ঘটে। এসময় কারখানার পণ্য উৎপাদনের কাঁচামালসহ ২০০ মেশিনপত্র লুট করে নিয়ে যায় ডাকাতদল। এতে কাঁচামাল সংকটে সোমবার সকাল থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে মালিকপক্ষ বিষয়টি শ্রমিকদের জানায়। কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় লুষ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের দাবিতে শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকে। একসময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে কয়েককিলোমিটার যানজট ছাড়িয়ে যায়, এসময় প্রায় আধঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
এবিষয়ের কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। প্রায় ৩০মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।