বাগেরহাট জেলা শরণখোলা উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় নারীদের স্বাবলম্বী করতে ২৮/১১/২১ তারিখ (রোববার) সকাল ১০ টায় উপজেলা প্রানী সম্পদ অফিসে এক মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোকের আয়োজনে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের শাখা ব্যবস্হাপক মোঃ আব্দুল খালেক শেখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন,৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জালাল আহম্মেদ রুমি ও সাংবাদিক শাহীন হাওলাদার প্রমুখ।
ইউরোপিয়ন ইউনিয়ন ও পিকেএসএফ এর অর্থায়ন ও সহযোগিতায়, পাথওয়েজ টু প্রসপারিট ফর এক্সট্রিমলি পুওর পিপল(পিপিইপিপি)-ইইউ প্রকল্পের আওতায় উপজেলার ২৫ জন নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে একমাস ব্যাপী এই সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।