মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে ভাগ্যকুল ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী মো. মোসারফ বেপারির বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দির্ঘদিন ধরে ৪নং ওয়ার্ডের রাস্তাটি চলা চলের অনউপ যুগী হয়ে ছিল। মোসারফ ব্যাপারির ইউপি সদস্য থাকা কালিন সময়ে স্থানিয়রা একাধিকবার রাস্তা সংস্কার করার জন্য দাবি জানালেও তিনি সংস্কার করেননি। গত শনিবারর তিনি এলাকরা ভোটারদের ভোট পাওয়ার জন্য এই সংস্কার করেন।
সরেজমিনে গিয়ে দেখাযায়, নাগর নন্দী পশ্চিম খাল পাড় রাস্তাটির খানা খন্দ মাটি দিয়ে ভড়াট করে দেওয়া হয়েছে। এছাড়া রাস্তাটির যে সকল স্থানের মাটি পুকুরে পরে গেছে সেখানে বালুর বস্তা ফেলে বাধ দেওয়া হয়েছে।
স্থানিয় লিটন ফকির জানায়, বিগত ১০ বছরেও এই রাস্তাটিতে মোসারফ মেম্বার কোন মাটি ফেলেনি কিন্তু এখন নির্বাচনকে সামনে রেখে সে এইরাস্তাটি সংস্কার করে দিয়েছে।
ইউপি সদস্য প্রার্থী মোসারফ বলেন, আমি রাস্তার কোন কাজ করাইনি। দুইদিন আগে একটি রিকশা পুকুরে পরে গেছিল আর একটি নির্বাচনি প্রচারের অটো গাড়ি মাইকসহ পরে গেছি। তাই এলাকার নুরু খলিফা রাস্তাটি বড়ি থেকে বস্তা এনে ঠিক করে দিয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এটি নির্বাচনি আচারণ বিধি লঙ্ঘনের সামিল। তিনি আচারণ বিধি লঙ্ঘনের প্রমান থাকলে আমরা আইন অনুযায়ি ব্যাবস্থা নেওয়া হবে।