ওয়েবসাইট জটিলতার কথা বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়ানোর কথা ভাবছে প্রশাসন।
সোমবার ২৯ নভেম্বর মুঠোফনে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের।
এর আগে অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর গত ২০ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শুরু থেকেই বিশ্ববিদ্যালয়টিতে আবেদন করতে গিয়ে নানা জটিলতায় পড়ছেন ভর্তিচ্ছুরা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আবেদনের সময়সীমা বাড়ানোর কথা বলেছে প্রশাসন।
রেজিস্টার বলেন, আমরা বিষয়টি আমলে নিয়েছি। আগামীকাল সকাল ১০ টায় ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে বিষয়টি সিদ্ধান্ত আসতে পারে। এছাড়াও যারা দুবার টাকা পেমেন্ট করেছে ইতোমধ্যে আমরা তাদের তালিকা করেছি। তাদেরকে অর্থ ফেরত দেয়া হবে।